চাকরি দিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল
:: সিটি ডেস্ক || প্রকাশ: ২০২১-০২-২৪ ১৫:৫২:০৯

জনবল নিয়োগ দেবে ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল। সম্প্রতি এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিডিজবস.কমে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের পণ্য সরবরাহ বিভাগে এই লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক্সিকিউটিভ নামের এই পদে মোট ৬ জন নিয়োগ পাবেন।
কর্মস্থল হবে ঢাকা এবং কাজের ধরন পূর্ণকালীন।
আবেদন করতে হলে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।
বয়সসীমা ২২-২৪ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও ই-মেইল চালনায় দক্ষতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তরা ১০,০০০-১২০০০ টাকা বেতন পাবেন। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদন করতে ক্লিক করুন এখানে।